ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ফরিদপুরে কুমার নদ দখল-দূষণ রোধে র‌্যালি ও লিফলেট বিতরণ
ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে কুমার নদ দখল ও দূষণ রোধে জনসচেতনতামূলক র‌্যালি ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে নদী দূষণ রোধে সচেতনতামূলক এ কর্মসূচির আয়োজন করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হওয়া র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়।

পরে অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াছিন কবীরের সভাপতিত্বে কুমার নদ দখল-দূষণ বিষয়ে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, পৌর মেয়র অমিতাভ বোস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, সদর উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্ল্যা, অতিরিক্ত পুলিশ সুপার এমদাদ হুসাইন, উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী, শিক্ষাবিদ এম এ সামাদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা, এনজিও ব্যক্তিত্ব আজহারুল ইসলাম, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদুল হক, হাজী শরীয়তুল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি নুর ইসলাম মোল্লা।

পরে কুমার নদ রক্ষায় নদ-নদী দূষণ রোধে চকবাজার, হাজী শরিয়তউল্লাহ বাজার, ময়রাপট্টিসহ বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ করা হয়। এ কর্মসূচিতে ফরিদপুরের বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তরের প্রধানগণ, স্কুলের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

বিডি প্রতিদিন/এএ



এই পাতার আরো খবর