ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

জয়পুরহাটে নাট্যকর্মীদের সমাবেশ
জয়পুরহাট প্রতিনিধি

সুস্থ নাট্যচর্চার বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ হচ্ছে অভিযোগ তুলে নাট্যকর্মীরা মানববন্ধন ও সমাবেশ করেছেন। শুক্রবার সকালে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন কেন্দ্রীয় পরিষদের আয়োজনে শহরের জিরো পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে লিখিত দাবিনামা পেশ করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন কেন্দ্রীয় পরিষদের সদস্য নাট্যকর্মী মিজানুর রহমান মিজান।

মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট জয়পুরহাট জেলা শাখার অনুষ্ঠান সম্পাদক পারভেজ দুলাল, জয়পুরহাট সাহিত্য সংসদের সভাপতি সাংবাদিক সাহাদুল ইসলাম সাজু, কালাই লোক সাংস্কৃতিক পরিষদের সভাপতি আব্দুল মজিদ, লেখক ও গবেষক যতন কুমার দেবনাথ, নিনাদ আবৃতি পরিষদের সভাপতি আমিনুর রহমান সুইট প্রমুখ। 

সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে নাট্য আন্দোলনে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন অগ্রণী ভূমিকা পালন করছে। ফেডারেশনের চলমান কার্যক্রমে ঈর্ষান্বিত হয়ে এক শ্রেণির প্রতারক চক্র সাধারণ নাট্যকর্মীর নাম দিয়ে চলমান কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা করছে এবং ফেডারেশনকে বিতর্কিত করার চেষ্টা করছে। সারাদেশের ন্যায় জয়পুরহাটের সংস্কৃতিকর্মীরা এ ধরনের অপচেষ্টার প্রতিবাদ জানাচ্ছে।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর