ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নাকুগাঁও স্থলবন্দরের কার্যক্রম শুরু
অনলাইন ডেস্ক

ঈদুল আজহা উপলক্ষে টানা ছয় দিনের ছুটি শেষে শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরের কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (৩ জুলাই) সকাল থেকে শুরু হয় নাকুগাঁও স্থল বন্দর দিয়ে ভারতের মেঘালয় আসাম ও ভুটানের সাথে পণ্য আনা নেওয়া শুরু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বন্দরের সহকারী পরিচালক পার্থ ঘোষ।

বন্দরের আমদানি-রফতানিকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল বলেন, নাকুগাঁও স্থলবন্দর ২৭ জুন থেকে ২ জুলাই পর্যন্ত বন্ধ ছিলো। ঈদের ছুটি শেষে আজ সোমবার (৩ জুলাই) সকাল থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে।

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর