ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নোয়াখালীতে বৃক্ষমেলা উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
নোয়াখালী প্রতিনিধি

'গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি' শিরোনামে নোয়াখালীতে শুরু হয়েছে সাতদিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৩। এ উপলক্ষ্যে মাইজদী প্রধান সড়কে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকালে উপকূলীয় বন বিভাগ ও জেলা প্রশাসনের উদ্যোগে জেলা ঈদগাহ মাঠে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান এ মেলার উদ্বোধন করেন।

নোয়াখালী উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞার সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজিমুল হায়দার, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোর্তাহীন বিল্লাহ, সাবেক অধ্যক্ষ কাজী রফিক উল্যাহ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূইয়া, সহকারী বন সংরক্ষক কাজী তারিকুর রহমান, রেঞ্জ কর্মকর্তা এ এস এম মহি উদ্দিন ও মো. মোশাররফ হোসেন প্রমুখ। 

মেলা উপলক্ষে জেলা প্রশাসক ঈদগাহ মাঠে ৫০টি স্টল বসেছে। আগামী ৭দিন এই মেলা চলবে। 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর