ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সুফলভোগী পরিবাররা পেলো উন্নতজাতের ছাগল
মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী পরিবারের মধ্যে উন্নতজাতের ছাগল বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে হাসপাতালের সম্মুখে সুফলভোগী পরিবারের মধ্যে দুইটি করে ছাগল বিতরণ করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকারের সভাপতিত্বে ছাগল বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, কুলাউড়া প্রেস ক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও কাদিপুর ইউপি চেয়ারম্যান জাফর আহমদ গিলমান। অনুষ্ঠানে হাওর অঞ্চলের ১২৫ সুফলভোগী পরিবারের মধ্যে বিনামূল্যে দুইটি করে ছাগল বিতরণ করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার বলেন, হাওর অঞ্চলের পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রদত্ত প্রতিটি পরিবারকে দুইটি করে ছাগল প্রদান করা হয়েছে। 

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর