ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ফরিদপুরের চারটি উপজেলাকে গৃহহীন-ভূমিহীন মুক্ত ঘোষণা
ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর সদর উপজেলাকে শতভাগ “ক শ্রেণীর” ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। একই সাথে জেলার আরো তিনটি উপজেলাকে গৃহহীন-ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়। বুধবার সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে ফরিদপুর জেলার আরো ৪টি উপজেলাকে সম্পূর্ণরূপে ভূমিহীন-গৃহহীন মুক্ত হিসেবে ঘোষণা করেন। ফরিদপুর সদর উপজেলা ছাড়াও বোয়ালমারী, চরভদ্রাসন ও ভাঙ্গা উপজেলাকে ‘ক শ্রেণীর’ ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়। এ উপলক্ষে ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মিলনায়তনে এক অনুষ্টানের আয়োজন করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অমিত দেবনাথ। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মাদ ইমদাদ হুসাইন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ গাফফার হোসেন। এছাড়া অনুষ্ঠানে সদর উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।  সম্পূর্ন অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পে ৪র্থ পর্যায়ে জেলার চারটি উপজেলাতে ৬২৪টি গৃহহীন পরিবারকে এই ঘর দেওয়া হয়। এর মধ্যে মধুখালীতে ২৩০টি, বোয়ালমারীতে ৬০টি, ভাঙ্গায় ১৬৪টি এবং সদরপুরে ১৭০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘরের চাবি বুঝিয়ে দেওয়া হয়। নতুন করে চারটি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করায় জেলার ৯টি উপজেলার মধ্যে ৭টি উপজেলা গৃহহীন ও ভূমিহীন মুক্ত হলো। বাকি ২টি উপজেলা দ্রুতই গৃহহীন ও ভূমিহীন মুক্ত করা হবে বলে জানান জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার।

বিডি প্রতিদিন/এএ



এই পাতার আরো খবর