ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কুলাউড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩৮৭ পরিবার পাচ্ছে হাঁস-মুরগির ঘর
মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুফলভোগী পরিবারের মাঝে হাঁস-মুরগি পালনের ঘর বিতরণ করা হয়েছে। 

রবিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে ঘর বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী পরিবারের মধ্যে ১টি করে হাঁস-মুরগি পালনের ঘর বিতরণ করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা কৃষক লীগ সম্পাদক ফুয়াদ আলম চৌধুরী ফুয়াদসহ সুফলভোগী পরিবাররা।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন



এই পাতার আরো খবর