ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কুমারখালীতে ৪২৮ কেজি পোনামাছ অবমুক্তকরণ
কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রাতিষ্ঠানিক জলাশয়, বর্ষাকালে প্লাবিত ধানক্ষেত, জলাভূমি, প্লাবন ভূমিতে ৪২৮ দশমিক ছয় কেজি কার্প জাতীয় পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে। 

উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কার্যালয়ের আয়োজনে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরের জলাশয়ে ৭০ কেজি পোনামাছ অবমুক্তকরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল বারী, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. নূরে আলম সিদ্দিকীসহ প্রমুখ।

এ বিষয়ে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০২৩ -২০২৪ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় উপজেলার অভ্যন্তরীণ জলাশয়, বর্ষা প্লাবিত ধানক্ষেত, প্লাবন ভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে প্রায় ৪২৮ দশমিক ৬ কেজি কার্প জাতীয় পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর