ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

পিস্তল হাতে ভাইরাল সেই যুবক গ্রেফতার
মাগুরা প্রতিনিধি
পিস্তল হাতে ছাত্রলীগের সাবেক নেতা শাহিন

মাগুরা শহরের চৌরঙ্গী মোড়ে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের সময় আগ্নেয়াস্ত্র হাতে থাকা ছাত্রলীগের সাবেক নেতা শাহিনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শনিবার রাত ১০টার দিকে মাগুরা সদর উপজেলার আলোদিয়া নবগঙ্গা ব্রিজ থেকে সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

শাহিন মাগুরা শহরের স্টেডিয়াম পাড়ার লুৎফর রহমানের ছেলে এবং মাগুরা আদর্শ কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আশরাফুল ইসলাম। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে আভিযান চালিয়ে সদর উপজেলার নবগঙ্গা নদীর আলোকদিয়া ব্রিজের ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে শাহিনকে থানা হেফাজতে রাখা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তার ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি এখনও উদ্ধার করা যায়নি। এজন্য তাকে নিয়ে অভিযান পরিচালনা করা হবে। 

উল্লেখ্য, গত বুধবার দুপুরে শহরের ইসলামপুর পাড়ার দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের কর্মিসভা হয়। তখন জেলা জজ আদালতের সামনে থেকে স্বেচ্ছাসেবক দলের একটি মিছিল সভায় যোগ দিতে দলীয় কার্যালয়ের দিকে যাচ্ছিল। পথে শহরের চৌরঙ্গী মোড়ে মিছিলটি ছাত্রলীগের হামলার শিকার হয়। পরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় শাহিন প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করেন।

পরে ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পরা এক যুবক অস্ত্র নিয়ে সংষর্ঘস্থলের দিকে যাচ্ছেন। মুখোশ পরিহিত অস্ত্রধারী যুবককে অনেকেই ছাত্রলীগের কর্মী দাবি করলেও জেলা ছাত্রলীগের নেতারা তা অস্বীকার করেন।

জেলা ছাত্রীগের সভাপতি নাহিদ খান জানান, শাহিন ছাত্রলীগ কর্মী নয়। ছাত্রলীগের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ 



এই পাতার আরো খবর