ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

হাবিপ্রবিতে সিনিয়র অফিসারদের জন্য শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা
দিনাজপুর প্রতিনিধি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউশনাল  কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও শাখায় কর্মরত ৯ম গ্রেড হতে তদূর্ধ্ব গ্রেডের বিভিন্ন পর্যায়ের সিনিয়র অফিসারগণের জন্য “শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ” কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় হাবিপ্রবির আইকিউএসি কনফারেন্স রুমে জাতীয় শুদ্ধাচার কৌশলের অংশ হিসেবে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.এম. কামরুজ্জামান। সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড.বিকাশ চন্দ্র সরকার, কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে ছিলেন পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)এর অতিরিক্ত মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন।স্বাগত বক্তব্য প্রদান করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ তহিদার রহমান। 

বিডি প্রতিদিন/এএ



এই পাতার আরো খবর