ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

চরফ্যাশনে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

আধুনিক শিক্ষা, দক্ষ মানব সম্পদ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার নিয়ে ভোলার চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসা থেকে- ২০২৩ সালের দাখিল পরীক্ষায় কৃতিত্বের সাথে জিপিএ-৫ অর্জনসহ প্রতিষ্ঠানে শতভাগ পাশ করায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

বুধবার চরফ্যাশন গোপাল টাউন মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক। চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার ম্যানেজিং কমিটির  সভাপতি চরফ্যাশন পৌরসভার মেয়র মো. মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মোরাদ হোসেন, নীলিমা জ্যাকব ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, অধ্যক্ষ নজরুল ইসলাম বিএড কলেজের অধ্যক্ষ আহাম্মদ উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মহিউদ্দিন।

ভোলা জেলার মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে পরিচালক অধ্যাপক কামরুজ্জামান সুদক্ষ শিক্ষকদের সমন্বয়ে রেসিডেন্সিয়াল মডেল মাদরাসা পরিচালনা করে আসছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক ও  নীলিমা জ্যাকব কলেজের অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। পরে উক্ত মাদ্রাসার  ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর