ঢাকা, মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বাগেরহাটে বিষমুক্ত সবজি খামার পরিদর্শনে বিদেশি প্রতিনিধি দল
বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বিষমুক্ত উচ্চমূল্যের সবজি খামার পরিদর্শন করেছেন দেশি-বিদেশি প্রতিনিধি দল। বৃহস্পতিবার সকালে কৃষি অধিদপ্তরের এসএসিপি প্রকল্পের দাতা সংস্থার এই প্রতিনিধি দল বেতাগা ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিষমুক্ত সবজি খামার ও বিপণন কেন্দ্র পরিদর্শন  করেন। 

প্রতিনিধি দলের সদস্যরা হলেন, বিশ্বখাদ্য সংস্থান (এফএও) সিনিয়র টেকনিক্যাল অফিসার কাটারজিনা চাপ্লীকা, এফএও’র স্পেশালিস্ট মো. শাহনেওয়াজ পারভেজ, দাতা সংস্থা ইফাদের পাকিস্থানের কান্ট্রি ডিরেক্টর ফেরনান্দা হোমাস ডা রচা,  সহকারী জাতীয় যোগাযোগ বিশেষজ্ঞ জেরিন আনাম খোন্দকার, এসএসিপি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মুহাম্মদ এমদাদুল হক।

এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট কৃষি অধিদপ্তরের উপ পরিচালক মো. শঙ্কর কুমার মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, বেতাগা ইউপি চেয়ারম্যান শেখ ইউনুস আলীসহ কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। 

এ সময় ফকিরহাটের বেতাগা ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাছের ঘেরের পাড়ে সবজি চাষ, উচ্চমূল্যের গ্রীষ্মকালীন টমেটোর খামার সরেজমিনে ঘুরে দেখেন। মাটিতে কেঁচো ও গোবর সার ব্যবহারে বিষয়ে চাষিদের সাথে কথা বলেন। সবজি চাষ ও বিপণন কার্যক্রম দেখে তারা সন্তোষ প্রকাশ করেন।

বিডিপ্রতিদিন/কবিরুল                 



এই পাতার আরো খবর