ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মারা গেল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত সেই মুখপোড়া হনুমান
নিজস্ব প্রতিবেদক, সিলেট

বাঁচানো গেল না সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হওয়া সেই মুখপোড়া হনুমানটি। উদ্ধারের ১০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে হনুমানটি মারা যায়। আহত প্রাণীটিকে চিকিৎসা দিচ্ছিল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণি অধিকার বিষয়ক সংগঠন প্রাধিকার।

জানা যায়, গত ৪ সেপ্টেম্বর ওসমানী বিমানবন্দর সংলগ্ন কাকুয়ারপাড় এলাকার সড়কের পাশে একটি বিদ্যুতের খুঁটির নিচে আহতাবস্থায় মুখপোড়া হনুমানটি পাওয়া যায়। রিপন কুমার দেব নামে এক ট্রাকচালক হনুমানটি উদ্ধার করে সেবা দেন। পরদিন হনুমানটি গাছে ওঠে। কিন্তু নিচে পড়ে অন্তঃসত্ত্বা হনুমানটি অপরিণত মৃত বাচ্চা জন্ম দেয়। এরপর থেকে হনুমানটি আরও অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে প্রাধিকারের সদস্যরা হনুমানটি উদ্ধার করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) পিএমসি ভেটেরিনারি টিচিং হাসপাতালে চিকিৎসা দেওয়া শুরু করে। 

প্রাধিকার সদস্যরা জানান, গত সোমবার থেকে হনুমানটি খাওয়া-দাওয়া বন্ধ করে দেয়। গত মঙ্গল ও বুধবার তাকে স্যালাইন দেওয়া হয়। এরপরও হনুমানটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। 

প্রাধিকারের সভাপতি মো. মাহাদী হাসান বলেন, ‘মুখপোড়া হনুমানটিকে বাঁচানো যায়নি, এটি আমাদের কাছে খুবই কষ্টের। হনুমানটিকে বাঁচাতে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছিলাম। বুধবার রাতের পর থেকে শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। রাত দুইটা পর্যন্ত আমরা হনুমানটির পাশে ছিলাম। সকালে গিয়ে হনুমানটিকে মৃত অবস্থায় পাওয়া যায়।’

বিডিপ্রতিদিন/কবিরুল

 



এই পাতার আরো খবর