ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কলাপাড়ায় বাল্যবিবাহ বন্ধে সচেতনতামূলক ক্যাম্পেইন
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

‘১৮ বছরের আগে বিয়ে নয়, বাল্যবিয়ে সামাজিক ব্যাধি, সবাই মিলে বাল্যবিয়ে প্রতিরোধ করি’ স্লোগানে পটুয়াখালীর কলাপাড়ায় বাল্যবিবাহ বন্ধে জনসচেতনতা সৃষ্টির জন্য ক্যাম্পেইন শুরু হয়েছে। এ উপলক্ষে সোমবার শেষ বিকালে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুরে র‌্যালি, আলোচনা সভা, সচেতনতা মূলক নাটক অনুষ্ঠিত হয়েছে। এনশিয়র প্রেটেকশন এন্ড জাষ্টিস থ্রু ইনটিগ্রেটেড এ্যাপোচ ইপজিয়া প্রকল্পের উদ্যোগে বে-সরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর আয়োজন করে।

বাল্যবিবাহ বন্ধের দাবিতে হাজীপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। এতে জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। পরে বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক মো. শাহজালাল মুন্সি’র সভাপতিত্বে বাল্যবিয়ের কুফল নিয়ে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বাবুল মিয়া, ইউপি সদস্য মাহফুজা বেগম, হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের পিটিএ সভাপতি আবুল কালাম, নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো.রুহুল আমিন হাওলাদার, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি মো.ওমর ফারুক, সমাজিক সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক শোভন বিশ্বাস প্রমুখ।

আলোচনা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশাত্ববোধক গান, নৃত্য ও বাল্যবিবাহের কুফল নিয়ে নাটক পরিবেশন হয়। অনুষ্ঠান সঞ্চলনা করে বে-সরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ ইপজিয়া প্রকল্প প্রোগ্রাম অফিসার সীমা ভেরোনিকা রোজারিও। 

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর