ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

উত্তরবঙ্গ মৌ চাষিদের প্রতিনিধি সম্মেলন কাল
দিনাজপুর প্রতিনিধি
সংবাদ সম্মেলন

তিনটি দাবি জানিয়ে আগামীকাল রবিবার দিনাজপুরে বৃহত্তর রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন জেলার প্রায় ৩ শতাধিক মৌ চাষিদের নিয়ে উত্তরবঙ্গ মৌ চাষি সমিতির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে।

শনিবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে উত্তরবঙ্গ মৌ চাষি সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

তিনি বলেন, বৃহত্তর রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার প্রায় ৩ শতাধিক মৌ চাষি এ সম্মেলনে উপস্থিত থাকবেন। ইতিপূর্বে অন্যান্য জেলাতেও এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে মৌ চাষিদের কর্মক্ষেত্রের সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

মৌ চাষিদের তিন দাবি-মৌ চাষিদের জন্যে মৌ নীতিমালা প্রণয়ন, মৌ চাষিদের জন্য পৃথক বোর্ড গঠন এবং মৌ চাষিদের জন্যে সরকারি পৃথক দপ্তর স্থাপন করতে হবে।

মৌ চাষী সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম জানান, রবিবার সকালে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে মৌ চাষিদের নিয়ে বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা, বেলুন উড়ানো ও আলোচনা সভাসহ দিনব্যাপী নানান কর্মসূচি পালন করা হবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মৌ চাষি রংপুর বিভাগীয় সমিতির সভাপতি মো. দিল মোহাম্মদ, মৌ চাষি মো. মোসাদ্দেক হোসেন, মৌ চাষি মো. হান্নান হোসেন ও মৌ চাষি মো. সাজ্জাদ হোসেন প্রমুখ।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর