ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

উখিয়ায় যৌথ অভিযানে অস্ত্র ও কার্তুজসহ আরসার তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
গ্রেফতারকৃত ব্যক্তি

কক্সবাজারের উখিয়ায় ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাব-১৫, এপিবিএন, পুলিশ, আনসার এবং বিজিবি এর যৌথ অভিযানে তালিকাভুক্ত  আরসার এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ১টি একনলা বন্দুক ও ১টি কার্তুজ উদ্ধার করা হয়। 

আটককৃত রোহিঙ্গা সন্ত্রাসী উখিয়া ১৯ নম্বর ক্যাম্প ঘোনারপাড়ার ব্লক-বি/১ এর বাসিন্দা আব্দুল মালেকের ছেলে  আব্দুল মোতালেব প্রকাশ হেফজুর রহমান (২৬)।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান,  বুধবার ভোররাতে উখিয়া থানাধীন ১৯ নং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় র‌্যাব-১৫, ৮ এপিবিএন, জেলা পুলিশ, আনসার এবং বিজিবির যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময়  তালিকাভুক্ত একজন আরসা সন্ত্রাসীকে গ্রেফতার এবং উদ্ধার করা হয় ১টি একনলা বন্দুক ও ১টি কার্তুজ।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামি বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।    

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর