ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

লাকসামে গাড়ির চাপায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর
অনলাইন ডেস্ক

কুমিল্লার লাকসামে পানির গাড়ির চাপায় প্রাণ হারিয়েছে মাদ্রাসা শিক্ষার্থী ইসমাইল হোসেন পরান (১২)। রবিবার বিকেল সাড়ে চারটায় পৌর শহরের জবাইখানা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত পরান ওই এলাকার উম্মূল ক্বোরা মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে পৌরসভার ফতেপুর গ্রামের প্রবাসী মিজানুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আসরের নামাজের পর মাদ্রাসা ছুটি হলে পরানসহ তিনজন ছাত্র দোকানে যায়। তারা পাউরুটি-কলা কিনে ফেরার পথে সেলিম মাহমুদের দোকানের পাশে পৌঁছালে পানিবাহী একটি ট্রাক্টর বেপরোয়া গতিতে যাওয়ার সময় পরানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় সাথে থাকা অপর শিক্ষার্থী সাকিব আল হাসানসহ দু’জন আহত হয়। আহত সাকিবকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। অপরজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার পর চালক গাড়ি রেখে পালিয়ে যায়।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সামছু উদ্দিন জানান, আসরের নামাজের পর মাদ্রাসা ছুটি হলে ছেলেরা খেলাধুলা করতে যায়। সাকিবসহ তিনজন ছেলে মাদ্রাসা থেকে প্রায় দুইশ’ গজ দূরে একটি দোকানে কলা-পাউরুটি কিনতে যায়। ফেরার পথে পানিবাহি ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই পরানের মৃত্যু হয়। আহত সাকিবকে চিকিৎসা দেয়া হয়েছে।

লাকসাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। নিহত মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিডি প্রতিদিন/নাজমুল 



এই পাতার আরো খবর