ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কৃষকের কাছ থেকে ন্যায্যমূল্যে সবজি কিনে কম দামে বিক্রি ছাত্রলীগের
নিজস্ব প্রতিবেদক রংপুর

কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত এবং ভোক্তা পর্যায়ে শীতকালীন শাক সবজির মূল্য সহনীয় রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রংপুর জেলা ছাত্রলীগ।  কৃষকের কাছ থেকে সরাসরি ন্যায্যমূল্যে শাক সবজি কিনে তা কম দামে বিক্রির ব্যবস্থা করেছে তারা।

এর মাধ্যমে সাধারণ ভোক্তারা সঠিক দামে সবজি কেনার সুযোগ পাচ্ছেন। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে এ কর্মসূচি পালন করেন জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। 

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ কে এম তানিম আহসান চপল বলেন, সিন্ডিকেটের মাধ্যমে এক শ্রেণির মানুষ নিত্যপণ্যের দাম বাড়িয়ে বাজারে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। সেই সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই এই আয়োজন। 

বিডিপ্রতিদিন/কবিরুল

 



এই পাতার আরো খবর