ঢাকা, শনিবার, ২০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিএমপিতে কনস্টেবলদের ওরিয়েন্টেশন
নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল মেট্রোপলিটন পুলিশে (বিএমপি) সদ্য যোগদান করা কনস্টেবলদের ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর রূপাতলী মেট্রোপলিটন পুলিশ লাইন্সে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএমপি কমিশনার মো. সাইফুল ইসলাম। 

অনুষ্ঠানে পুলিশ কমিশনার সদ্য যোগদানকৃত কনস্টেবলদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা শৃঙ্খলিত বাহিনী। পুলিশ সার্ভিস অন্য যেকোনো প্রতিষ্ঠান থেকে সম্পূর্ণ আলাদা। আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন আচরণ থেকে বিরত থেকে শৃঙ্খলার সাথে কাজ করতে হবে।’ এছাড়া পেশাদারিত্ব, উত্তম ব্যবহার, খেলাধুলা ও শরীরচর্চা এবং অনলাইন প্ল্যাটফর্ম সচেতনতার সাথে ব্যবহারের উপর গুরুত্বারোপ করে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন পুলিশ কমিশনার। 

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) হাসান মো. শওকত আলী ‘জেন্ডার সংবেদনশীলতা, নারী-পুরুষ ভারসাম্যপূর্ণ আচরণ, পারিবারিক সহিংসতা, যৌতুক, বৃহত্তর পরিবার সংবেদনশীলতা এবং যৌন শোষণ ও অপব্যবহার বিষয়ে আলোকপাত করেন।  

এবার বরিশাল মেট্রোপলিটন পুলিশে ১০২ জন কনস্টেবল যোগদান করেছে। 

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর