গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও ট্রলির সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৪ জন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মিল্টন বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে।
কাশিয়ানী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রাকিবুল ইসলাম জানান, কাজ শেষ করে ট্রলি নিয়ে কাশিয়ানী উপজেলা থেকে সদর উপজেলার ঘোড়াদাইড় গ্রামে ফিরছিল নিহত রায়হান মল্লিক ও সানাল মল্লিক। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছলে ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় ট্রলিটি দুমুড়ে-মুচড়ে যায় ও বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে গেলে সামনের অংশ দুমুড়ে-মুচড়ে যায়। এতে ট্রলিতে থাকা রায়হান ঘটনাস্থলে নিহত হন। পরে খবর পেয়ে কাশিয়ানী ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সানাল মল্লিক মারা যায়। বাকি আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুজনের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার ঘোড়াদাইড় গ্রামে। নিহতদের মরদেহের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
বিডি প্রতিদিন/এএম