হবিগঞ্জে দিনভর পল্লী উন্নয়ন বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পল্লী জীবিকায়ন প্রকল্প তৃতীয় পর্যায়ের আওতায় পণ্য ভিত্তিক জীবিকায়ন পল্লী গঠনের লক্ষ্যে শহরের শিল্পকলা একাডেমীতে বিআরডিবি’র উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত চলে এ কর্মশালা।
কর্মাশালায় হবিগঞ্জ বিআরডিবি’র উপ-পরিচালক জিয়াউল হাসানের পরিচালনায় ও বিআরডিবি’র পরিচালক (পরিকল্পনা) সরদার মো. কেরামত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবি’র মহাপরিচালক আব্দুল গাফ্ফার খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক দেবী চন্দ ও পজীব তৃতীয় পর্যায় বিআরডিবির প্রকল্প পরিচালক মো. আলা উদ্দিন সরকার।
এ ছাড়াও উপস্থিত ছিলেন বিআরডিবির অফিসার অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাহুবল উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বিমান কুমার দাশ, কৃষি কর্মকর্তা, ম্যৎস কর্মকর্তা ও জনপ্রতিনিধি, উপকারভোগী ও সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
কর্মশালায় বক্তারা পল্লী উন্নয়নে মানুষের জীবনমান নিয়ে আলোচনা করেন এবং ‘এক পণ্য এক পল্লী’ গড়ার বিষয়ে নানা দিক তুলে ধরেন। এ ছাড়াও কর্মশালায় প্রধান অতিথি তার বক্তব্যে বিআরডিবির কার্যক্রম নিয়ে বিস্তারিত তুলে ধরেন এবং বিআরডিবি হতদরিদ্র মানুষদের ফান্ড দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে যাচ্ছে বলেও জানান।
বিডিপ্রতিদিন/এমআই