ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

গভীর রাতে টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ
দিনাজপুর প্রতিনিধি

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধে গভীর রাতে দিনাজপুরের কেন্দ্রীয় বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসের ভেতরে কেউ না থাকায় প্রাণে বেঁচে গেছেন হেলপার ও গাড়ির চালক।  

ওই বাসের হেলপার অমল রায় সাংবাদিকদের জানায়, দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা রংপুর-দিনাজপুর রুটে গেটলক বাসটি চলাচল করে। সোমবার দিবাগত রাতে গাড়িটি টার্মিনালে পার্কিং করে চালক ভোলানাথ দাস চলে যায়। পরে রাত দেড়টা পর্যন্ত সে নিজে গাড়িটি পরিস্কার করে। পরে টার্মিনাল এলাকায় একটি হোটেলে খেতে যায়। পরে গাড়িতে আগুনের ঘটনা ঘটে সোমবার দিবাগত রাতে। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়িটির আগুন নিয়ন্ত্রণে আনে। 

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ জিন্নাহ আল মামুন জানান, সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। 

বিডি প্রতিদিন/এএ



এই পাতার আরো খবর