ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বগুড়ায় দুই দিনব্যাপী গরুর মেলা
নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

খামারিদের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে বগুড়ায় দুই দিনব্যাপী শুরু হচ্ছে গরুর মেলা। আগামী ৮ ও ৯ ডিসেম্বর বগুড়ায় এই গরুর মেলা অনুষ্ঠিত হবে। 

মঙ্গলবার দুপুর ১২টায় বগুড়া প্রেসক্লাবে সংবাদ সন্মেলনে মেলার আয়োজক বাংলাদেশ ডেইরি ফারমাস অ্যাসোসিয়েশনের প্রেস সেক্রেটারি ও গরু মেলার প্রধান সমন্বয়কারী তৌহিদ পারভেজ বিপ্লব এ তথ্য জানান। 

তিনি আরও জানান, মেলায় দুই শতাধিক খামারির পাশাপাশি দেশের মধ্যে সেরা চার শতাধিক গরু প্রদর্শন করা হবে। ১৯০টি স্টল থাকবে মেলায়। এর সাথে থাকবে দুম্বা, ভেড়া, ছাগল, গাড়ল, ঘোড়া, গয়াল, মহিষ ও বিভিন্ন প্রজাতির পাখি। এছাড়াও বিভিন্ন পোষ্য প্রাণিও থাকবে মেলায়। বিভিন্ন ক্যাটাগরিতে মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে ৭২ জনকে পুরস্কার প্রদান করা হবে। গরুর র্যাম্পও থাকবে। গরুর র্যাম্প শো আকৃষ্ট করবে দর্শনার্থীদের। 

বিডি প্রতিদিন/এএম



এই পাতার আরো খবর