ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ভারী বর্ষণে মুন্সীগঞ্জে আলু চাষিদের ব্যাপক ক্ষতি
মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে দ্বিতীয় দফায় ভারী বর্ষণে আলু চাষিরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার ভোর রাতে জেলায় অতিভারী বৃষ্টিপাত হয়েছে। এতে জেলার হাজারো আলু চাষি সংকটে পড়েছে। কৃষকরা জমির পানি সরাতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু বৃষ্টি না কমায় তাদের চেষ্টা কাজে আসছে না। এতে বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে। 

সরেজমিন ঘুরে দেখা গেছে, বৃহস্পতিবার ভোর রাতে বৃষ্টিতে সদ্য রোপণকৃত হাজার হাজার হেক্টর জমি পানির নিচে তলিয়ে গেছে। ফলে চলতি অর্থবছরের আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে জেলার অধিকাংশ কৃষিজমিতে আলু রোপণের কাজ শেষ হয়েছে।   

কৃষকরা জানান, ধার-দেনা করে আলু রোপণ করেছেন। তবে বৃষ্টি সব শেষ করে দিচ্ছে। এর আগেও প্রথম দফার বৃষ্টিতে জেলার অনেক কৃষক ক্ষতির মুখে পড়ে। এবার দ্বিতীয় দফার বৃষ্টিতে হাজার হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হতে পারে বলে তারা আশঙ্কা করছেন। 

সৈয়দ বেপারী নামে একজন বলেন, এবার ১২ কানি জমিতে আলু রোপণ করার উদ্দেশ্যে ইতোমধ্যে ৮ কানি জমিতে আলু রোপণ শেষ হয়েছিলে। এখন বৃষ্টিতে সব আলুর জমি পানির নিচে তলিয়ে গেছে। এতে আমার প্রায় ১৫-২০ লাখ টাকার ক্ষতি হওয়া শঙ্কা দেখা দিয়েছে। এর আগের বৃষ্টিতেও আমার এক কানি জমির আলু বৃষ্টির কারণে নষ্ট হয়। 

জেলা কৃষি সম্পসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় এবার ৩৪ হাজার হেক্টর জমিতে আলু রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে অধিকাংশ জমিতে আলু রোপণ শেষ হয়েছিলে। তবে যেভাবে ভারী বৃষ্টি হচ্ছে তাতে আলুর লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়া শঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টিতে জেলায় কি পরিমাণ আলুর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনও নিরূপণ করা যায়নি। বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর