ঢাকা, শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

কুষ্টিয়ায় বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় জরিমানা
কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ায় অতি মুনাফা ও ক্রয় রশিদ না থাকায় দুই আড়তদার ও এক বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুর ২টার দিকে শহরে পৌরবাজারে অভিযান চালায় জেলা প্রশাসনের মনিটরিং দল।

অভিযানে নের্তৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্বরূপ মহুরী। সঙ্গে ছিলেন আরেক একক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদিত্য পাল, জেলা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা সুজাত হোসেন খান ও সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যরা। অভিযানে ব্যবসায়ী পিয়ারুল ইসলাম, আজিজুল ইসলাম ও শাহীন ইসলামকে অধিক দামে পিয়াজ ও আলু বিক্রি ও ক্রয় রশিদ না থাকায় মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করেন। জেলা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা সুজাত হোসেন খান বলেন, বাজার নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে। 

বিডি প্রতিদিন/এএম



এই পাতার আরো খবর