ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

শেরপুরে বন্য হাতির ভয়ে বৃদ্ধের মৃত্যু
শেরপুর প্রতিনিধি
প্রতীকী ছবি

শেরপুরের শ্রীবর্দীতে বন্য হাতি দেখতে গিয়ে ভয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার শয়তান বাজার বালিঝুড়ি পাহাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। ওই বৃদ্ধের নাম হাজী মো. আব্দুল হামিদ (৭০)। মৃতের বাড়ি শেরপুর সদর উপজেলার বাকারকান্দা এলাকায়। আব্দুল হামিদ শ্রীবর্দী উপজেলার কর্ণঝোড়া জামে মসজিদে তাবলীগ জামায়াতে এসেছিলেন।

বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম জানিয়েছেন, বুধবার সন্ধ্যার পরে মসজিদের কাছেই হাতি লোকালয়ে নেমে এলে হামিদ উৎসাহের বশে দেখতে যান। এসময় স্থানীয়রা বন্য হাতিকে উত্তেজিত করলে হাতির দল উৎপাতকারিদের তাড়া করে। এতে উপস্থিত সবাই দৌঁড়ে পালিয়ে গেলেও বৃদ্ধ আব্দুল হামিদ মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক হ্নদযন্ত্র সমস্যাজনিত কারণ দেখিয়ে মৃত ঘোষনা করেন। তবে স্থানীয়রা কেউকেউ বলছেন হাতির সরাসরি আক্রমনেই হামিদ মারা গেছেন।

শ্রীবরর্দী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, ওই বৃদ্ধের মৃত্যুর কারণ নিয়ে দুই ধরনের বক্তব্য পাওয়া গেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে। থানায় নিয়মিত মামলা হয়েছে।   

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর