ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে সর্বসাধারণের শ্রদ্ধা
মোরেলগঞ্জ প্রতিনিধি

বিজয় দিবসের প্রথম প্রহরে বাগেরহাটের মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জ্ঞাপন করেছে সর্বসাধারণ। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথসাথে ২১ বার তোপধ্বনি দেওয়া হয়। 

বেলা পৌনে ৭টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ, থানা পুলিশ, আনসার ভিডিপি, উপজেলা স্কাউটস, ফায়ার সার্ভিস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রেস ক্লাবের প্রতিনিধিরা।

বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, ফাহিমা ছাবুল, থানার ওসি মোহাম্মদ শামসুদ্দিন, প্রকল্প কর্মকর্তা মো. আব্দুলাহ আল জাবিরসহ সকল সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এ সময় উপস্থিত ছিলেন।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর