ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নানা আয়োজনে হালুয়াঘাটে মহান বিজয় দিবস উদযাপন
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
ছবি- বাংলাদেশ প্রতিদিন।

ময়মনসিংহের হালুয়াঘাটে নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান বিজয় দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে। 

এ উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) সকালে দিবসটির প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। পরে মুক্তিযুদ্ধে সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের জন্য উপজেলা কোর্টভবন চত্ত্বরে নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা প্রশাসন। 

ধারাবাহিকভাবে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, হালুয়াঘাট পৌরসভা, থানা পুলিশ, উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি), হালুয়াঘাট উপজেলা প্রেসক্লাবসহ উপজেলার সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। শ্রদ্ধাঞ্জলি শেষে স্বাধীনতা যুদ্ধে বীর শহীদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।

দিবসটির দ্বিতীয় অধিবেশনে অনুষ্ঠানে কুচকাওয়াজ ও অভিবাদন গ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ-১ সংসদ সদস্য জুয়েল আরেং এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান (প্যানেল চেয়ারম্যান-১) ঝর্ণা ঘোষ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবিদুর রহমান, থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাবুবুল হক। 

এছাড়াও উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে হালুয়াঘাট সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ক্রীড়া প্রতিযোগিতা, শারীরিক কসরত অনুষ্ঠিত হয় এবং ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।  ২য় অধিবেশনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে মহান স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়াও দিনব্যাপী অনুষ্ঠানমালায় হালুয়াঘাট পৌরসভার উদ্যোগে উপজেলা জয়িতা প্রাঙ্গণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এসব কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খায়রুল আলম ভূঞা, সহকারী কমিশনার (ভূমি) জিনিয়া জামান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুর রশিদ, সদস্য বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগসহ উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর