ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

শামীম ওসমানের প্রতীক গ্রহণ করলেন ছেলে অয়ন ওসমান
নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে ‘নৌকা’ প্রতীক পেয়েছেন আওয়ামী লীগ নেতা ও জাতীয় সংসদ সদস্য শামীম ওসমান। বাবার পক্ষে দলীয় প্রতীক নৌকা গ্রহণ করেন একমাত্র ছেলে ইমতিনান ওসমান অয়ন। এসময় জেলা পরিষদ চেয়ারম্যানসহ আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী তার সঙ্গে ছিলেন।  

সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেন জেলা রিটার্নিং অফিসার মো. মাহমুদুল হক। এসময় শামীম ওসমানের পক্ষে প্রতীক গ্রহণ করেন অয়ন। প্রতীক বরাদ্দ নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধুর মুর‌্যালের সামনে উপস্থিত হন দলীয় নেতা-কর্মীরা। 

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান চন্দন শীল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, ফতুল্লা থানা আওয়ামী লীগ সভাপতি এম সাইফউল্লাহ বাদল, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল প্রমুখ।    নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে একেএম শামীম ওসমানের সাথে প্রতিদ্বন্ধিতা করছেন মো. সৈয়দ হোসেন (সমাজতান্ত্রিক দল জাসদ), মো. আলী হোসেন (তৃণমূল বিএনপি), মো সেলিম আহমেদ (বাংলাদেশ সুপ্রিম পার্টি), মো. হাবিবুর রহমান (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), মো. শহীদ উন নবী (ন্যাশনাল পিপলস পার্টি) ও গোলাম মোর্শেদ রনি (বাংলাদেশ কংগ্রেস)।

  বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর