ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আছাদুজ্জামানের মৃত্যুবার্ষিকী পালিত
মাগুরা প্রতিনিধি

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মাগুরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আছাদুজ্জামানের ৩০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মাগুরায় আজ সোমবার সকালে জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ শহরের ভায়না পৌর কবরস্থানে মরহুমের কবর জিয়ারত করেন। এ সময় ভায়না মোড় থেকে একটি শোক র‌্যালি শহর প্রদক্ষিণ করে স্থানীয় নোমানী ময়দানে এসে শেষ হয়। পরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহর সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, আবু নাসির বাবলু, এ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাখারুল ইসলাম শাকিল, সাংগঠনিক সম্পাদক রানা আমীর ওসমান, পঙ্কজ সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনিসুর রহমান খোকন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, পৌর আওয়ামী লীগের সভাপাতি বাকি ইমাম, সাধারণ সম্পাদক মকবুল হাসান মাকুল, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খানসহ জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  এছাড়া শহীদ সৈয়দ আতরআলী গণগ্রন্থার মিলনায়তনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এর পাশাপাশি তার নিজ গ্রাম মহম্মদপুর উপজেলার মৌলভী জোকা গ্রামেও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।   

বিডি প্রতিদিন/এএ  



এই পাতার আরো খবর