ঢাকা, বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

ফাজিলপুরে রেললাইনের স্লিপার খুলে ফেলার গুজব
ফেনী প্রতিনিধি

ফেনীর ফাজিলপুরে রেললাইনের স্লিপার খুলে ফেলা হয়েছে এমন একটি সংবাদ দুপুর থেকে প্রচার হয়ে আসছিলো। কেউ প্রচার করেছে রেললাইনের স্লিপার খুলে ফেলেছে দুর্বৃত্তরা, আবার কেউ প্রচার করেছে স্লিপারের ক্লিপ খুলে ফেলেছে দুর্বৃত্তরা।  এ সময় আরো প্রচার করা হয়েছে ঘটনাটি টের পেয়ে রেললাইন পাহারা দেয়ার কাজে নিয়োজিত আনসার সদস্যরা ৩ জন  দুর্বৃত্তকে ধাওয়া দিয়। তবে তারা পালিয়ে যায়।  ঘটনাটি প্রচার হওয়ার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছন ফেনী জেলা পুলিশ সুপার জাকির হাসান ও আনসারের জেলা কমান্ড্যান্ট জানে আলম সুফিয়ানসহ প্রশাসনের কর্মকর্তারা। 

এ ব্যাপারে জানতে চাইলে পুলিশ সুপার জাকির হাসান বলেন, ঘটনাটি সত্য নয়। আমি ঘটনাস্থলে গিয়েছি। দেখেছি রেলের ৮০০ মিটার এলাকা থেকে কিছু ক্লিপ পাওয়া গেছে। বাস্তবতা হলো ট্রেন চলার সময় ঝাঁকুনিতে কিছু কিছু ক্লিপ খুলে যায়। পুরো রেল পথেই খুলে যাওয়া ক্লিপ দেখা যাবে। ক্লিপ খুলে গেলে রেল কর্তৃপক্ষ আবার ক্লিপগুলো লাগিয়ে দেয়। নাশকতার চেষ্টার কোন আলামত পাওয়া যায়নি। রেল লাইনের উপর অনেকেই বসে থাকে। হয়তো আনসার সদস্যরা তাদের ধাওয়া দিলে তারা কিছু না বুঝেই পালিয়ে যায়। 

বিডি প্রতিদিন/এএ  



এই পাতার আরো খবর