ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

আচরণবিধি লঙ্ঘন
বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান ও সচিবকে কারণ দর্শানোর নোটিশ
নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে ইউপি কার্যালয়ে নির্বাচনি সভা করার অভিযোগে চেয়ারম্যান ও সচিবকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সোমবার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. আবু নাছের ভূঁঞার পক্ষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. ওয়ালিউল হাসান এ নোটিশ দেন।

জানা যায়, গত শনিবার রাত আনুমানিক ১১টা পর্যন্ত ২ নম্বর বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনি প্রচারণামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। মো. নজরুল ইসলামের সভাপতিত্বে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী ও ২ নম্বর বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মমিন আলীসহ নৌকার কর্মী-সমর্থকরা। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়।

এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞার কাছে লিখিত অভিযোগ করলে তাদের দু’জনকে শোকজ নোটিশ দেওয়া হয়।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাসেল কারণ দর্শানোর নোটিশ প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর