জয়পুরহাট সদর উপজেলার ১৭০৪ জন ভোটগ্রহণ কর্মকর্তার চার দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার সকালে কালেক্টরেট বালিকা বিদ্যা নিকেতন স্কুল মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুন। এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুন বলেন, সহায়ক সামগ্রী পরিবহন ও নিরাপত্তা, ভোটকেন্দ্র বিন্যাস, ভোটগ্রহণ ও গণনা, ফলাফল প্রস্তুত এবং পৌঁছনো ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। তিনি আরও বলেন, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে আমরা বদ্ধপরিকর। নির্বাচনের চলমান সুশৃঙ্খল পরিবেশ ভোটগ্রহণ ও ফলাফল প্রস্তুত পর্যন্ত অব্যাহত রাখতে হবে। চার দিনব্যাপী প্রশিক্ষণে ৮৮ জন প্রিজাইডিং অফিসার, ৫৬৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১০৪৮ জন পোলিং অফিসার পর্যায়ক্রমে চার দিনের প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। চার দিনব্যাপী প্রশিক্ষণে ১২ জন রিসোর্সপারসন দায়িত্ব পালন করছেন।
বিডি প্রতিদিন/এএম