ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কক্সবাজারে ককটেলসহ তিন আরসার সদস্য আটক
কক্সবাজার প্রতিনিধি
প্রতীকী ছবি

কক্সবাজারের সদর উপজেলার আদর্শ গ্রাম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও ককটেলসহ তিন আরসার সদস্যকে আটক করেছে র‍্যাব। আজ রবিবার ভোরে অভিযান চালিয়ে আদর্শ গ্রামের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। 

কক্সবাজার র‍্যাব-১৫'র অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া মো আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদ পেয়ে র‍্যাবের টিম আদর্শ গ্রামের এই বাড়িতে অভিযান চালায়। অভিযানে আরসার লজিস্টিক কমান্ডার হাফেজ রহমত উল্লাহসহ তিনজন আরসা সন্ত্রাসীকে আটক করা হয়। 

তিনি আরও জানান, এসময় ককটেল, বিস্ফোরক সদৃশ বস্তু, সামরিক বাহিনীর ন্যায় পোশাক, বিভিন্ন রকম বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর