কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই ব্লকের ৫০টি বসতঘর পুড়ে গেছে।
শনিবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে বিস্তারিত জানাতে পারেননি।
তিনি জানান, রাতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডে ৫০টির মতো বসতঘর পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৮ এপিবিএন পুলিশের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আমির জাফর জানান, এই অগ্নিকাণ্ড পরিকল্পিত নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। আগুন কীভাবে ছড়াল খোঁজ নেয়া হচ্ছে। এপিবিএন শুরু থেকেই ঘটনাস্থলে আছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ