ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বাগেরহাটে ভোটের লড়াইয়ে তিন নারী
বাগেরহাট প্রতিনিধি
প্রতীকী ছবি

বাগেরহাটে চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে ভোটের লড়াইয়ে রয়েছেন ৩ নারী প্রার্থী। এই ৩ নারীর মধ্যে একজন হচ্ছেন বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের বর্তমান এমপি পবিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার (নৌকা)। তিনি এই আসন থেকে নির্বাচিত চারবারের সংসদ সদস্য। এবারও আওয়ামী লীগ থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন।

অন্য দুজন হচ্ছেন-নির্বাচনের নতুন মুখ বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে তৃণমূল বিএনপির প্রার্থী দলটির ঢাকা উত্তরের মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম সুলতানা (সোনালী আশ) ও বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনে তৃণমূল বিএনপির প্রার্থী ও মহিলা তৃণমূলের সহ সভাপতি লুৎফুন নাহার রিক্তা (সোনালী আঁশ)।

এ জেলায় নির্বাচনে অংশ নেওয়া ২৮ প্রার্থীর মধ্যে প্রচার-প্রচারণায় পিছিয়ে নেই এই তিন নারী প্রার্থী। বাগেরহাট-৩ আসনে নির্বাচনে অভিজ্ঞ উপমন্ত্রীর ন্যায় নতুন মুখ হিসেবে মরিয়ম সুলতানা ও লুৎফুন নাহার রিক্তাও তাদের নির্বাচনি এলাকায় ব্যাপক গণসংযোগ করছেন। বাগেরহাট-২ ও ৪ আসনে সাড়া ফেলেছেন মরিয়ম সুলতানা ও লুৎফুন নাহার রিক্তা।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর