ঢাকা, শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

দিনাজপুরে তেভাগার শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি
দিনাজপুর প্রতিনিধি

“তেভাগার চেতনা ভুলি নাই-ভুলবো না”-এই স্লোগানে তেভাগা আন্দোলনে প্রথম শহিদ সমির উদ্দীন ও শিবরাম মাঝির স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জানায় দিনাজপুর তেভাগা চেতনা পরিষদ।  বৃহস্পতিবার ঐতিহাসিক তেভাগা দিবস উপলক্ষে দিনাজপুর তেভাগা চেতনা পরিষদের আয়োজনে তেভাগা আন্দোলনের শহীদদের স্মরণে চিরিরবন্দরের তালপুকুর-বাজিতপুর (চেন্দু বটতলা) তেভাগা আন্দোলনে প্রথম শহিদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

স্মৃতিস্তম্ভে সংক্ষিপ্ত সভায় দিনাজপুর তেভাগা চেতনা পরিষদের আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের আহবায়ক এ্যাডঃ রেয়াজুল ইসলাম রাজু।  শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান ও আরও বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য আলতাফ হোসাইন, জেলা কমিটির সাধারণ সম্পাদক এ্যাডঃ মেহেরুল ইসলাম, জেলা জাসদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদুল্লাহ, উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও দিনাজপুর নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, ওয়াকার্স পার্টি দিনাজপুরের সাধারণ সম্পাদক হবিবর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুরের সভাপতি সুলতান কামাল উদ্দীন বাচ্চু, চেতনা পরিষদের সদস্য নূরুল মতিন সৈকত, স্থানীয় চেতনা পরিষদের আহবায়ক ইঞ্জিনিয়ার এসআই শফিক সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক মনিরুজ্জামান, শহীদ সমির উদ্দীনের পরিবারের পক্ষে জোস্না বেগম, বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি টংক নাথ অধিকারী প্রমুখ । 

বিডি প্রতিদিন/এএ



এই পাতার আরো খবর