ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মাদারীপুরে ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ
মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে সদর  কালকিনি,ডাসারে কমপক্ষে পাঁচটি ভোট কেন্দ্রে শনিবার রাত ৮দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেকে কেন্দ্র করে দুর্বৃত্তরা মাদারীপুর সদর, কালকিনি ও ডাসারের বিভিন্ন ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, মাদারীপুরে কালকিনি উপজেলার সাহেবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর কেষ্ট নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফাসিয়াতলা কেন্দ্র, ডাসারের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালপুর ধ্বজী মাদ্রাসা এবং সদর উপজেলা খোয়াজপুরের একটি কেন্দ্রেসহ কমপক্ষে ৫টি কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

গোপালপুরের স্থানীয় বাসিন্দা হেমায়েত হোসেন জানান, ডাসারের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে দুর্বৃত্তরা। এতে দুটি বোমার মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে, আর একটি অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।  মাদারীপুরে পুলিশ সুপার মাসুদ আলম জানান, একটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বিডি প্রতিদিন/এএ



এই পাতার আরো খবর