ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ভোটে অব্যবস্থাপনার অভিযোগ মেহেরপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থীর
মেহেরপুর প্রতিনিধি
ভোটে অব্যবস্থাপনার অভিযোগ মেহেরপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থীর

সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও বিভিন্ন অব্যবস্থাপনার কারণে ৪০ মিনিট দেরিতে ভোটগ্রহণ শুরু হয় মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে। এই কেন্দ্রটিতে ভোট দিতে আসেন মেহেরপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল মান্নান। 

তিনি সকাল আটটায় ভোট দিতে আসলেও নানা অব্যবস্থাপনার কারণে এক ঘণ্টা দেরিতে ভোট প্রদান করেন। 

এছাড়া সাধারণ ভোটাররা অভিযোগ করেন, ভোটার তালিকা খুঁজে না পাওয়ায় তারা ভোট দিতে পারেননি। ভোট না দিয়েই ফিরে যাচ্ছেন। শহরের একাধিক কেন্দ্রে ভোটার তালিকায় গড়মিল হওয়ায় ভোট দিতে না পারার কথা জানান ভোটাররা।

অন্যদিকে, শহরের সরকারি বালিকা বিদ্যালয়ে সকাল নয়টায় ভোট প্রদান করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন। এসময় তিনি ভোট নিয়ে সন্তুষ্টির কথা জানান।

স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান বলেন, বালিকা বিদ্যালয় কেন্দ্রে এক ঘণ্টা দরিতে ভোটগ্রহণ শুরু হয়েছে। এছাড়া কেন্দ্রে এসে ভোটাররা কক্ষ খুঁজে না পেয়ে ভোট না দিয়েই ফিরে যাচ্ছে।

বিডি প্রতিদিন/আজাদ



এই পাতার আরো খবর