ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

শ্রীমঙ্গলে চা বাগানে ভোট উৎসব, শহরে ভোটার কম
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ সংসদীয় আসনে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। শ্রীমঙ্গল-কমলগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৪ লাখ ৫৯ হাজার ১০১ জন। ১৬০টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হচ্ছে।

শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে, শহর এবং শহরতলীতে ভোট প্রদানের হার খুব কম। তবে চা বাগান এলাকার কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল দশটা পর্যন্ত এ সংসদীয় আসনে ৯ শতাংশ ভোট পড়েছে।

সকাল দশটায় শ্রীমঙ্গল শহরের উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট পড়েছে ৬ শতাংশ, এই কেন্দ্রে মোট ভোটার ২৫০৪ জন। অপর দিকে ভাড়াউড়া চা বাগান সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট পড়েছে ত্রিশ শতাংশ। এ কেন্দ্রে মোট ভোটার ৩৭৮৮ জন।

একই চিত্র জাগছড়া চা বাগান প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও। সেখানেও প্রায় ত্রিশ শতাংশ ভোট পড়েছে।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর