ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিএনপি-জামায়াতের হরতাল উপেক্ষা করেই কেন্দ্রে এসেছেন ভোটাররা: গাজীপুর পুলিশ সুপার
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
পুলিশ সুপার কাজী সফিকুল আলম

গাজীপুরের পুলিশ সুপার কাজী সফিকুল আলম বলেছেন, বিএনপি ও জামায়াতের হরতাল উপেক্ষা করেই ভোট কেন্দ্রে ভোট দিতে এসেছেন সাধারণ ভোটাররা। আর ভোটারদের নিরাপত্তা দিতে গাজীপুরের পাঁচটি আসনে দেড় হাজারেরও বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কাজ করছেন। 

রবিবার বিকাল ৩ টার দিকে গাজীপুর ১ আসনের কালিয়াকৈর উপজেলার  মৌচাক স্কাউট স্কুল এন্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন পুলিশ সুপার কাজী সফিকুল আলম। 

তিনি বলেন, আমরা গাজীপুরের সব উপজেলায় ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করেছি। কোথাও কোনো নাশকতা ও জালিয়াতির খবর পাওয়া যায়নি। আমরা আশাবাদী সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হচ্ছে।  সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে।  এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা পুলিশ সুপার (অপরাধ) সারোয়ার আলম, গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেনসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর