ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ব্যালটে নৌকার সিল মারার অভিযোগ, প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার
কুমিল্লা প্রতিনিধি
রেহানা বেগম

কুমিল্লা-৪ আসনের দেবিদ্বার উপজেলায় নৌকার প্রতীকে জোর করে সিল মারার অভিযোগ উঠলে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা রেহানা বেগমকে প্রত্যাহার করা হয়। তাকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আব্দুর রব। 

জানা গেছে, ভোটের দিন রবিবার (০৭ জানুয়ারি) সকালে গুনাইঘর ইউনিয়নের পদ্মকুট গ্রামের পদ্ম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ৬ নম্বর বুথে গিয়ে ভোটাররা দেখেন আগে থেকেই ব্যালটে নৌকার সিল মারা হয়ে গেছে। তা প্রিজাইডিং কর্মকর্তাকে জানানো হয়। ঘটনাস্থল্ব সেখানে যান ওই আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ দায়িত্বর‍ত ম্যাজিস্ট্রেটরা। পরে ওই ব্যালট বাক্স ও ব্যালট বই সরানো হয়। 

ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আব্দুর রব বলেন, ওই ব্যালট বই এবং অভিযোগ উঠা ব্যালট বাক্সটিও সরানো হয়েছে। এছাড়াও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর