ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

পটুয়াখালী‌তে লাঙ্গল সমর্থক‌দের উপর হামলা‌য়, আহত ৬
পটুয়াখালী প্র‌তি‌নি‌ধি
ছবি- বাংলাদেশ প্রতিদিন।

পটুয়াখালী-১ আসনে জাতীয় পার্টি মনোনীত ‘লাঙ্গল’ প্রতীকের প্রার্থী এবিএম রুহুল আমিন হাওলাদারের সমর্থকদের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে জাপা প্রার্থীর এপিএস সোহেলসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। জাপা প্রার্থীর সমর্থকদের দাবি, আওয়ামী লীগ নেতার নেতৃত্বে তাদের ওপর হামলা হয়েছে। 

রবিবার (৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে পটুয়াখালীর ইটবাড়িয়া ইউনিয়নের কচাবুনিয়া গ্রামে হামলাটি হয়। খবর পেয়ে পু‌লিশ, র‌্যাব, বি‌জি‌বি ও সেনা সদস‌্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে। 

আহত সো‌হেল জানান, তার প্রার্থী রুহুল আমিন হাওলাদার গাড়ি নি‌য়ে ওই ভোট কে‌ন্দ্রের দি‌কে যা‌চ্ছি‌লেন। এসময় কিছু বু‌ঝে উঠার আগেই কে‌ন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠ‌নিক সম্পাদক এড. আফজাল হো‌সে‌নের ভাই জেলা আওয়ামী লীগ সদস‌্য কামাল হো‌সে‌নের নেতৃ‌ত্বে অত‌র্কিত সেই গাড়ির উপর হামলা কর‌তে তে‌ড়ে আ‌সে। এসময় আমিসহ আমার অন‌্যন‌্য কর্মীরা গাড়ি থে‌কে নে‌মে সাম‌নে এগি‌য়ে গে‌লে আমা‌দের উপর হামলা চালায়। পরে লাঙ্গল মার্কার নির্বাচনী বুথে হামলা চালিয়ে চেয়ার-টেবিল ভাংচুর করে। 

হামলার বিষয়ে এ‌বিএম রুহুল আমিন হাওলাদার জানান, দিনভর সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট প্রায় শেষ। আমি আসছি এখানে ভোট কেন্দ্র ঘুরে দেখতে। হঠাৎ করেই কে‌ন্দ্রীয় আওয়ামী লী‌গের সাংগঠনিক সম্পাদক আফজা‌লের ভাই কামাল আমার কর্মী‌দের উপর অতর্কিতে হামলা চা‌লি‌য়ে গোটা নির্বাচনের পরিবেশকে কলুষিত করেছে। ভোটাররা শান্তিপূর্ণ ভোট দিয়েছেন। নির্বাচনকে বিতর্কিত করার জন্যই আফজালের ভাই কামাল এ কাজ‌টি ক‌রেছে। আমি এ ঘটনার বিচার চাই, পাশাপা‌শি আফজা‌লেরও বিচার চাই।

কামাল হো‌সেন বলেন, দুইপক্ষ শ্লোগান দেয়া‌কে কেন্দ্র ক‌রে ঝা‌মেলা হয়েছে। সদর থানার ওসি মো. জ‌সিম বলেন, ঘটনা শু‌নে তাৎক্ষনিকভা‌বে মোবাইল টিম নি‌য়ে আমি ঘটনাস্থ‌লে আসি। দোষী‌দের বিরুদ্ধে ব‌্যবস্থা নেয়া হ‌চ্ছে।

এ বিষয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যড. আফজাল হোসেন বলেন, হামলা নয়,  ওই প্রার্থী ভোট কেন্দ্রে গেলে উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর