ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মাগুরায় জামানত হারিয়েছেন ৯ জন
মাগুরা প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরার দুটি আসনে ১১ প্রার্থীর মধ্যে ৯ প্রার্থীই জামানত হারিয়েছে। মোট প্রাপ্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়াতে তাদের এ জামানত বাতিল হয়েছে বলে জানা গেছে । 

জেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরার দুটি আসনে মোট ১১ জন প্রার্থী অংশ নেন । এর মধ্যে মাগুরা-১ আসনে ৫ জন ও মাগুরা-২ আসনে ৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ১ আসনের নৌকা বিজয়ী হয়েছে। মোট প্রাপ্ত ২ লাখ ২৯১ ভোটের মধ্যে নৌকা ভোট পেয়েছে ১,৮৫,৩৮৮। বাকি ৪ প্রার্থী বাংলাদেশ কংগ্রেসের এ্যাড. কাজী রেজাউল হোসেন ভোট পেয়েছেন ৫ হাজার ৯শত ৭৩, আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির আসন ভাগাভাগি হওয়া এখানে জাতীয় পার্টির সিরাজুস সায়েফিন সাইফ নির্বাচনি কোন কর্মকান্ডে যাননি। তারপরও তিনি ভোট পেয়েছেন ২ হাজার ৩ শত ৪৩, তৃণমূল বিএনপির সনজয় কুমার রায় রনি ভোট ৮ শত ৬৮ ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের কে এম মোতাসিন বিল্লা ৬ শত ৫৪ ভোট পেয়ে সকলেই জামানত হারিয়েছেন। এ আসনে ভোটের শতকরা হার ৫০.০১ শতাংশ । 

অন্যদিকে মাগুরা-২ আসনে মোট প্রাপ্ত ১ লাখ ৮৩ হাজার ১৭৬ ভোটের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী বীরেন শিকদার ১,৫৬,৪৮৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। জাতীয় পাটির মো: মুরাদ আলী ১৩ হাজার ২শত ৬২ ভোট পেয়েছেন, স্বতন্ত্র প্রাথী মশিয়ার রহমানের ভোট ৬ হাজার ৪৪, বাংলাদেশ কংগ্রেসের এ্যাড. কাজী রেজাউল হোসেনের ভোট ১ হাজার ১শত ২৮, তৃণমূল বিএনপির মো: আখিদুল ইসলাম ৬ শত ৩৪ ভোট ও বাংলাদেশ সুপ্রিম পার্টির মো: আসাদুজ্জামান ৪ শত ১৪ ভোট পেয়ে সকলেই জামানত হারিয়েছেন। এ আসনে ভোটের শতকরা হার ৪৭.২৮ শতাংশ । 

বিডি প্রতিদিন/এএ

 



এই পাতার আরো খবর