ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সংসদ নির্বাচনে রংপুর বিভাগে ১৪ জনই নতুন মুখ
নিজস্ব প্রতিবেক, রংপুর

দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুরে নতুন প্রার্থীদের জয়জয়কার হয়েছে। রংপুর বিভাগের ৩৩টি সংসদীয় আসনের মধ্যে ১৪ জনই নতুন মুখ নির্বাচিত হয়েছে। এর মধ্যে রংপুরে ২ জন, নীলফামারীতে ২ জন, লালমনিরহাটে একজন, কুড়িগ্রামে ৩ জন, গাইবান্ধায় ৩ জন, দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ে একজন করে নতুন মুখ এসেছেন। 

রংপুর-১ গঙ্গাচড়া আসনে আওয়ামী লীগের (স্বতন্ত্র) আসাদুজ্জামান বাবলু, রংপুর-৫ মিঠাপুকুরে জাকির হোসেন সরকার, নীলফামারীর-৪ সৈয়দপুর-কিশোরগঞ্জে সিদ্দিকুল ইসলাম সিদ্দিক, জলঢাকায় সাদ্দাম হোসেন পাভেল, লালমনিরহাট সদরে মতিউর রহমান, কুড়িগ্রাম সদরে (স্বতন্ত্র) ডা. হামিদুল ইসলাম খন্দকার, কুড়িগ্রাম -৩ উলিপুরে সৌমেন্দ্র নাথ পান্ডে, কুড়িগ্রাম -৪ আসনে এ্যাড. বিপ্লব হাসান পলাশ, দিনাজপুরের বীরগঞ্জ-কাহারোলে স্বতন্ত্র জাকারিয়া জাকা, ঠাকুরগাঁও-২ আসনে মাজাহারুল ইসলাম সুজন, পঞ্চগড়-১ আসনে নায়েমুজ্জামান ভূইয়া মুক্তা, গাইবান্দায়-১ সুন্দরগঞ্জে নাহিদ নিগার সাগর, গাইবান্ধা সদরে সরোয়ার কবির ও গোবিন্দগঞ্জে আবুল কালাম আজাদ নতুন মুখ হিসেবে নির্বাচিত হয়েছেন। 

বিডি প্রতিদিন/এএ



এই পাতার আরো খবর