ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ফুটবল খেলা নিয়ে বিরোধের শেষ পরিণতি হত্যাকাণ্ড, গ্রেফতার ৩
অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচালককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (৯ জানুয়ারি) জেলার আশুগঞ্জ উপজেলার সোহাগপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মামলার প্রধান আসামি সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের গৌতম পাড়ার মৃত মো. খোরশেদ আলীর ছেলে মো. কাছম আলী (৫৫), তার ভাই জামান মিয়া (২৭) ও একই এলাকার ডাক্তার আলীর ছেলে মো. রিয়াদ মিয়া (২০)।বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল।

র‌্যাব জানায়, ফুটবল খেলার বিরোধকে কেন্দ্র করে গত বছরের ৪ নভেম্বর সন্ধ্যায় স্থানীয় একটি পেট্রোল পাম্প এলাকায় ট্রাকচালক শফিকুল ইসলাম শফিককে (২৫) এলোপাথাড়ি মারধর ও ছুরিকাঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যান আসামিরা। গুরুতর আহত অবস্থায় শফিককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শফিক ওই এলাকার মো. ধন মিয়া খন্দকারের ছেলে। এই হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের পর তদন্ত শুরু করে র‌্যাব। মঙ্গলবার তিন আসামিকে গ্রেফতার করে তাদের পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর