ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মৃদু শৈত্যপ্রবাহে শীতবস্ত্রের দোকানে ভিড়
চুয়াডাঙ্গা প্রতিনিধি

মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে চুয়াডাঙ্গার উপর দিয়ে। ফলে তীব্র শীত অনুভূত হচ্ছে। এ অবস্থায় নিম্নআয়ের মানুষরা ছুটে যাচ্ছেন পুরাতন শীত বস্ত্রের দোকানে। খুঁজে নিচ্ছেন সাধ্যের মধ্যে গরম কাপড়। আবহাওয়া অফিস বলছে, শীতের এ তীব্রতা আরও তিন-চার দিন অব্যাহত থাকতে পারে।

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন। শুক্রবার সারাদিন সূর্যের দেখা মেলেনি বললেই চলে। এ অবস্থায় জেলাজুড়ে তীব্র শীত অনুভূত হচ্ছে।

শহরের বাগানপাড়ার বাসিন্দা রাশিদুল ইসলাম বলেন, তীব্র এ শীতে একটু উষ্ণতার আশায় নিম্নআয়ের মানুষরা ছুটে যাচ্ছেন শীতবস্ত্রের দোকানগুলোতে। সাধ্যের মধ্যে পছন্দের শীত পোশাক কিনছেন। অনেকেই পুরনো কাপড়ের দোকানে ভিড় করছেন।

সদর উপজেলার দিননাথপুর গ্রামের ইব্রাহিম হোসেন বলেন, বাড়িতে ছোট ছোট ছেলে-মেয়ে শীতে কষ্ট পাচ্ছে। অল্প দামে শীতের পোশাক কিনতে শহরের পুরনো কাপড়ের দোকানে দোকানে ঘুরছি।

দোকানিরা বলছেন, তীব্র শীতের কারণে শীতের পোশাক বিক্রি বেড়েছে। বিশেষ করে অল্প আয়ের মানুষের মধ্যে শীতবস্ত্রের চাহিদা বেড়েছে।

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার পর্যবেক্ষক মো. জাহিদুল হক বলেন, দেশজুড়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। ফলে সূর্যের দেখা মিলছে না। উত্তরের হিমেল হাওয়ার কারণে শীত অনুভূত হচ্ছে। আগামী আরও তিন-চার দিন শীতের এ অবস্থা বিরাজ করতে পারে।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর