ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ইরাকে ইরানের হামলা, নিন্দা জানাল যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক

ইরাকের ইরবিল শহরের কাছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। তারা এই হামলাকে লাগামহীন ও যথাযথ নয় বলে দাবি করেছে।

ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছে, তারা ইরাকের স্বায়ত্তশাসিত এলাকা কুর্দিস্তানে ইসরাইলের গোয়েন্দা হেডকোয়ার্টারে এই হামলা চালিয়েছে।

কুর্দিস্তানের আঞ্চলিক নিরাপত্তা কাউন্সিল জানিয়েছে, সোমবারের এই হামলায় চার জন নিহত হয়েছে আর আহত হয়েছে ছয় জন।

ইরাক এই হামলাকে তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে দাবি করে নিন্দা জানিয়েছে।

কুর্দিস্তান কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়েছে, তারা ইরবিল এয়ারপোর্টের কাছে তিনটি অস্ত্রবাহী ড্রোন ভূপাতিত করেছে। সেখানে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সেনারা অবস্থান করছে। তবে কোনো ক্ষয়ক্ষতির বিষয়ে জানায়নি স্থানীয় কর্তৃপক্ষ। 

এদিকে মার্কিন মিত্র ইসরাইলের বিরুদ্ধে গাজায় লড়ছে হামাস। আর ইসরাইলি আগ্রাসন রুখতে দুই ফ্রন্টে লড়ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং লেবাননের বিদ্রোহী গোষ্ঠী হুথি। লোহিত সাগরে হুথির হামলার কারণে নৌ-চলাচল বেশ সীমিত হয়ে এসেছে। হুথির দাপট ঠেকানোর নাম করে ইয়েমেনে সরাসরি হামলা করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ বাহিনী। ফলে মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। 

সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর