ঢাকা, সোমবার, ১ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

উৎপাদন মেয়াদ না থাকায় হলুদ তৈরির কারখানাকে জরিমানা
গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুরে উৎপাদন মেয়াদ না থাকার দায়ে এক হলুদ তৈরির কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বুধবার বিকাল ৪টার দিকে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নীচপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভিন। এ সময় তিনি পণ্যের নির্দিষ্ট মোড়ক ও উৎপাদন মেয়াদ না থাকায় সেখানকার রফিকুল হলুদ ঘরকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভিন বলেন, অভিযানে একটি হলুদ তৈরির কারখানায় পণ্যের উৎপাদন মেয়াদ না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক গোলাম রাব্বানী।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর