ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বশেমুরকৃবিতে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
গাজীপুর প্রতিনিধি

“গবাদি প্রাণির সংক্রমণ, রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ” শীর্ষক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ বৃহস্পতিবার সকালে বহিরাঙ্গন কার্যক্রমের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: গিয়াসউদ্দীন মিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ।  

বিশ্ববিদ্যালয়ের পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. ইমরুল কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক প্রশিক্ষণে গবাদি প্রাণির সংক্রমণ, রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন গাইনিকোলজি, অবস্টেট্রিক্স এন্ড রিপ্রোডাক্টিভ হেলথ বিভাগের সহযোগী প্রফেসর ড. জীবন চন্দ্র দাস ও সার্জারি এন্ড রেডিওলজি বিভাগের প্রফেসর ড. মো. আতাউর রহমান। প্রশিক্ষণে গাজীপুরের কাউলতিয়া, কাপাসিয়া ও মার্তা (শ্রীপুর) গ্রাম থেকে আগত ৪০ জন প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

বিডি প্রতিদিন/এএ



এই পাতার আরো খবর